বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ফরিদপুর চরাঞ্চলে ডাকাত আতঙ্ক ভয়ে বাড়িঘর ছাড়ছেন অনেকে

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর সদরের ডিক্রিরচর ও নর্থচ্যানেলের চরাঞ্চলের হাজারও মানুষের রাত কাটে ডাকাত আতঙ্কে। ডাকাতের ভয়ে অনেক পরিবার বসতবাড়ি ছেড়ে আত্মীয়-স্বজনের বাড়িতে উঠেছেন। ডাকাতদের নির্মমতার সবচেয়ে বেশি শিকার হচ্ছেন নারীরা। ডাকাতদের শারীরিক নির্যাতন থেকে রক্ষা পাননা তারা। জানা যায়, চলতি জানুয়ারি মাসে ডাকাতি ও নির্যাতনের শিকার হয়েছে এ চরাঞ্চলের বেশকিছু পরিবার। পুলিশের কাছে শুধু ডাকাতির ঘটনার খবরই আছে। জড়িত কাউকে আটক করতে পারেনি। স্থানীয়রা তাদের জীবনরক্ষায় এলাকায় অবিলম্বে পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি জানিয়েছেন। ফরিদপুর সদরের চরাঞ্চলের দুটি ইউনিয়ন ডিক্রিরচর ও নর্থচ্যানেলের অর্ধলক্ষাধিক মানুষের জন্য এখানে নেই কোনো পুলিশ ফাঁড়ি। ফলে পদ্মা নদীবেষ্টিত এ চরাঞ্চলে অন্য জেলা থেকে আসা ডাকাতদল লুটপাট শেষে নিবিঘ্নে পালিয়ে যতে সক্ষম হয়। সর্বশেষ গত শনিবার রাতে ডিক্রিরচর পালডাঙ্গি গ্রামের শেখ সিরাজের বাড়িতে ঘটে ডাকাতি। সিরাজ বলেন, ‘রাত দেড়টার দিকে ৭-৮ ডাকাত সিঁধ কেটে ঘরে ঢুকে আমাকে জিম্মি করে ঘরে টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন লুট করে। এ সময় বাড়িতে আমি একা ছিলাম’। এ মাসেই একই ইউনিয়নের ব্যাপারীডাঙ্গি গ্রামের আয়নাল মোল্লার, বদ্যিডাঙ্গি এলাকায় দুটি বাড়িতে এবং নর্থ চ্যানেল ইউনিয়নে ওসমান মাতুব্বরের ডাঙ্গি ও ইউসূফ মাতুব্বর ডাঙ্গি গ্রামের চুন্নু, শফিসহ অপর এক বাড়িতে ডাকাতদল হানা দেয়। ডাকাতরা এ সব বাড়ি থেকে হালের গরু নিয়ে যায় ও নারীদের শ্লীলতাহানি ঘটায়। ডিক্রিরচরের জনৈক মিন্টু ফকির বলেন, ‘ডাকাতির ঘটনাগুলো দুঃখজনক। ফরিদপুরের এমপি স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনকে বিষয়টি জানানো হয়েছে’। ডিক্রিরচর ইউপি চেয়ারম্যান সাদেকুজ্জামান মিলন পাল বলেন, ‘আমরা ডাকাতদের চিহ্নিত করতে পারছি না। সাদিপুর পদ্মারচরে কয়েকটি বড় বাগান আছে, সেখানে ডাকাতরা রাতের আঁধারে আস্তানা গেড়ে এলাকায় ডাকাতি করছে’। নর্থ চ্যানেল ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাক আহমেদ বলেন, ‘একের পর এক ডাকাতির ঘটনার পর কোতোয়ালি থানার ওসি-তদন্তসহ পুলিশ কর্মকর্তারা এলাকা পরিদর্শন করে একটি পুলিশ ক্যাম্প স্থাপনের আশ্বাস দিয়েছিলেন। যাতে সার্বক্ষণিক পুলিশের টহল জোরদার থাকে’। কোতোয়ালি থানার ওসি নাজিম উদ্দিন জানান, চরাঞ্চলের আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে ওই এলাকায় একটি ফাঁড়ি স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। দু-একদিনে মধ্যে এর কার্যক্রম শুরু হবে।

সর্বশেষ খবর