বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ক্রসফায়ারের ভয় দেখিয়ে ঘুষ ওসির বিরুদ্ধে মামলা

কুষ্টিয়া প্রতিনিধি

ক্রসফায়ারের ভয় দেখিয়ে ঘুষ নেওয়ার অভিযোগে কুষ্টিয়ার দৌলতপুর থানার ওসি শাহ দারা খানের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক ব্যবসায়ী। সোমবার বিকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-২ (দৌলতপুর) এ মামলাটি করা হয়। বাদী উপজেলার মাজদিয়াড় কারিতলা ছফির উদ্দিনের ছেলে ব্যবসায়ী জিয়াউর রহমান ঘুষ লেনদেনের মোবাইল ভিডিও আদালতে দাখিল করেন। বিচারক  অভিযোগ আমলে নিয়ে পুলিশ সুপার কুষ্টিয়াকে আগামী ৮ এপ্রিলের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন। অভিযুক্ত ওসি শাহ দারা খান বলেন, ‘গত বছর জুন মাসের ঘটনা উল্ল্লেখ করে এতোদিন পর মামলা করেছে। এমন বিষয় সম্পর্কে আমি কিছুই জানি না’।

বাদী জিয়াউর রহমান অভিযোগে উল্ল্লেখ করেন, ২০১৭ সালের ২৭ জুন রাত ৮টায় পারিবারিক কলহ নিষ্পত্তির কথা বলে তাকে দৌলতপুর থানায় ডেকে পাঠান ওসি শাহ দারা খান। তিনি সমস্যার সমাধান না করে আচমকা এক পুলিশ সদস্যকে হুকুম দিয়ে তাকে হাতকড়া লাগিয়ে হাজতে ঢুকিয়ে দেন। এরপর ৫০ হাজার টাকা দাবি করেন এবং তা না দিলে হত্যা মামলার আসামি দেখিয়ে আদালতে সোপর্দ করে রিমান্ডে নিয়ে ক্রসফায়ার দেওয়া হবে বলে হুমকি দেন। প্রাণ বাঁচাতে পরিবারের লোকজন ডেকে ঘটনার দিন রাত সাড়ে ১১টায় ওসি শাহ দারা খানকে ২০ হাজার এবং পরদিন বাকি টাকা দিয়ে থানা থেকে ছাড়া পান জিয়াউর।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর