বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

৪০ বছর পর বাবার দেখা পেলেন ছেলে

কুমিল্লা প্রতিনিধি

দীর্ঘ ৪০ বছর পর বাবাকে খুঁজে পেয়েছেন শাহিদুল ইসলাম। শাহিদুলের বাড়ি খুলনা কয়রা উপজেলার উত্তর বেতকাশী গ্রামে। তার জন্মের কয়েক মাস পর নিখোঁজ হন বাবা রুহুল আমিন গাজী। জন্মের পর থেকে বাবা বলে ডাকার সৌভাগ্য হয়নি তার। অবশেষে মঙ্গলবার কুমিল্লার লাকসামের দৌলতগঞ্জ বাজারে এসে বাবাকে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে পড়েন শাহিদুল। জানা যায়, প্রায় ৪০ বছর ধরে লাকসামের বিভিন্ন হাট-বাজার ও পথে-প্রান্তরে ঘুরে বেড়িয়েছেন রুহুল আমিন গাজী নামের ওই ব্যক্তি। কখনো মসজিদ-মক্তব, আবার কখনো রেলস্টেশন, স্কুল-কলেজের বারান্দায় ও খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন। বয়সের ভারে এখন অসুস্থ হয়ে পড়েছেন তিনি। স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি লাকসাম পৌর শহরের দৌলতগঞ্জ বাজারে রুহুল আমিনের সঙ্গে দেখা হয় উপজেলার দামবাহার গ্রামের বাসিন্দা ও জাতীয় পার্টির নেতা মিজানুর রহমানের সঙ্গে। মিজানুর বৃদ্ধের খোঁজখবর নেন। আলাপকালে পরিচয় জানতে চাইলে বৃদ্ধ জানান, তার বাড়ি খুলনার কয়রা থানার উত্তর বেতকাশী গ্রামে। তিনি ওই গ্রামের কোটা গাজীর ছেলে। মিজানুর জানান, ‘নাম-ঠিকানা জেনে আমি ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করি খুলনা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আজগর হোসেন সাব্বিরের সঙ্গে।

আজগর হোসেন কয়রা থানা জাতীয় পার্টির সদস্য সচিব আবদুস ছামাদকে বৃদ্ধের গ্রামের বাড়ি পাঠিয়ে রুহুল আমিন গাজীর সন্ধান দিলে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর