বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

বঙ্গোপসাগরে চার জেলে গুলিবিদ্ধ

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

বঙ্গোপসাগরে মাছ ধরার সময় জলদস্যুদের ছোড়া গুলিতে ৪ জেলে গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মঙ্গলবার রাতে বরগুনা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশালে পাঠানো হয়েছে। সোমবার রাতে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন, চট্টগ্রাম জেলার খোকন মাঝি, ইসমাইল হোসেন, পারভেজ মিয়া। অপর জেলের নাম পাওয়া যায়নি। গুলিবিদ্ধ জেলেদের বরাত দিয়ে বরগুনা মত্স্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, সোমবার গভীর রাতে এফবি মা নামে একটি ট্রলারে গভীর বঙ্গোপসাগরে জেলেরা মাছ ধরছিলেন। এ সময় জলদস্যুরা গুলি ছোড়ে। এতে ৪ জেলে গুলিবিদ্ধ হয়।

মঙ্গলবার রাত আড়াইটার দিকে তারা বরগুনা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। সেখান প্রাথমিক চিকিৎসা শেষে তাদের বরিশালে পাঠানো হয়। এ ব্যাপারে বরগুনা সদর হাসপাতালের চিকিৎসকের মোবাইল নম্বরে কল করলেও তিনি রিসিভ করেননি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর