সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

রেলপথ অবরোধের চেষ্টা ১৪ শিক্ষার্থী আটক

পরীক্ষার সূচি পরিবর্তন দাবি

প্রতিদিন ডেস্ক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন আগামী ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সম্মান চতুর্থ বর্ষের পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবিতে গতকাল রেলপথ অবরোধের চেষ্টা করা হয়। এ সময় পুলিশ শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। আটক করে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ও কুমিল্লা সরকারি কলেজের ১৪ জনকে। জেলার ধর্মপুর রেলগেটে গতকাল এ ঘটনা ঘটে। পরে শিক্ষার্থীরা স্ব-স্ব ক্যাম্পাসে ফিরে আন্দোলন অব্যাহত রাখেন এবং দাবি না মানা পর্যন্ত চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। চতুর্থ বর্ষের শিক্ষার্থী তুষার, নিলয় ও হারুন জানান, দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণ আন্দোলন করার সময় পুলিশ আমাদের ওপর চড়াও হয়। আন্দোলন চালিয়ে যেতে চাইলে লাঠিচার্জ এবং কয়েকজন মেয়ে শিক্ষার্থীর চুল ধরে টানাহেঁচড়া করে। ধরে নিয়ে যায় ১৪ জনকে। কোতোয়ালি মডেল থানার ওসি জানান, শিক্ষার্থীদের আন্দোলনের কারণে রাস্তায় যানজট সৃষ্টি হওয়ায় তাদের ছত্রভঙ্গ করে দেই। কয়েকজন উগ্র আচরণ করায় তাদের সাময়িকভাবে আটকের কিছুক্ষণ পর ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে একই দাবিতে দুপুরে ময়মনসিংহ নগরীর ফিরোজ জাহাঙ্গীর চত্বরে মানববন্ধনে অংশ নেয় সরকারি আনন্দ মোহন কলেজ, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ ও নাসিরাবাদ কলেজের শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়।

এছাড়া মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে সামনে সড়কে মানববন্ধন করা হয়েছে। পরে সংক্ষিপ্ত সমাবেশ করেন ছাত্রছাত্রীরা।

সর্বশেষ খবর