শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

জেলায় জেলায় আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

প্রতিদিন ডেস্ক

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সাজা হওয়ায় জেলায় জেলায় আওয়ামী লীগ আনন্দ মিছিল করেছে। বিতরণ করা হয়েছে মিষ্টি। এছাড়া নাশকতা ঠেকাতে জেলা-উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। প্রতিনিধিদের পাঠানো খবর— রাজশাহী :  নগরীর কামারুজ্জামান চত্বর থেকে আনন্দ মিছিল বের করে আওয়ামী লীগ। নেতৃত্ব দেন নগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন। এর আগে নগরীর মোড়ে মোড়ে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেন। মৌলভীবাজার : রায় ঘোষণার পর তাত্ক্ষণিক আনন্দ মিছিল করেছে জেলা আওয়ামী লীগ। মিছিল শেষে শহরের হামিদিয়া পয়েন্টে সমাবেশে নেছার আহমদের সভাপতিত্বে বক্তৃতা করেন মিছবাউর রহমান, ফজলুর রহমান, নাহিদ আহমদ, আসাদুজ্জামান রনি। ব্রাহ্মণবাড়িয়া : জেলার বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল হয়েছে। উপস্থিত ছিলেন কবির হোসেন, পৌরমেয়র খলিলুর রহমান প্রমুখ। ফেনী : আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মিরা ট্রাংক রোডের দোয়েল চত্বরে একে অপরকে মিষ্টি মুখ করান। এর আগে শহরে আনন্দ মিছিল বের হয়। মিছিলে আইনুল কবির শামীম, আবদুল করিম, আবদুল করিম, শুসেন চন্দ্র শীল প্রমুখ উপস্থিত ছিলেন। নোয়াখালী : জেলা শহর সোনাপুর ও মাইজদীতে বিক্ষোভ করেছে আওয়ামী লীগ। নেতৃত্ব দেন একেএম সামছুদ্দীন জেহান, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শিহাব উদ্দীন শাহীন প্রমুখ। দাউদকান্দি : কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজায় উপজেলা চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলীর (অব.) নেতৃত্বে এবং মেঘনায় উপজেলা চেয়ারম্যান আব্দুস সালামের নেতৃত্বে নাশকতাবিরোধী বিক্ষোভ মিছিল বের হয়। সাভার : রাজধানীর প্রবেশদ্বার সাভারের বিভিন্ন সড়ক ও মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি ছিল লক্ষণীয়। অনেক জায়গায় আবার বিশৃঙ্খলা ঠেকাতে লাঠিসোটা নিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সড়কে দেখা গেছে মহড়া দিতে। জামগড়া এলাকায় সুমন ভূঁইয়ার নেতৃত্বে নারীরা বের করেন ঝাড়ু মিছিল। টঙ্গী : পূর্ব ঘোষণা অনুযায়ী রাজপথ দখলে রেখেছে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আদালতের রায় শেষে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান ও যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতির নেতৃত্বে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মিছিল বের হয়।

সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নাশকতা ঠেকাতে রাজপথে ছিলেন আওয়ামী লীগ ও যুবলীগ নেতা-কর্মীরা। রায়ের পর উল্লাস করেন তারা। ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুম, আবু হাসনাত শহীদ বাদল; বাবুল ওমর বাবু, ফারুক ওমর, মোস্তাফিজুর রহমান মাসুম, সাহাবুদ্দিন সাবু, আজিজুল হক মুকুল,  রফিকুল ইসলাম নান্নুসহ অন্যান্য নেতা-কর্মী উপজেলার গুরুত্বপূর্ণ স্পটে নাশকতা ঠেকাতে প্রস্তুত ছিলেন।

সর্বশেষ খবর