শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

বরগুনায় হচ্ছে বিদ্যুতের গ্রিড উপকেন্দ্র

বরগুনা প্রতিনিধি

বরগুনায় বিদ্যুতের ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল এর উদ্বোধন করেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।

প্রায় ৪৫ কোটি টাকা ব্যয়ে বরগুনার খেজুরতলায় পাঁচ একর জমির উপর বিদ্যুতের এই গ্রিড উপকেন্দ্রটি নির্মিত হবে। পাশাপাশি আরো ৭৭ কোটি টাকা ব্যয়ে বাকেরগঞ্জ থেকে বরগুনা পর্যন্ত ৫০ কিলোমিটার দীর্ঘ বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণ করা হবে। এই গ্রিড উপকেন্দ্র  নির্মাণ ও সঞ্চালন লাইনের কাজ শেষ হলে বরগুনার বিদ্যুৎ সমস্যার সমাধান হবে।

বরগুনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. নুরুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, পুলিশ সুপার বিজয় বসাক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেম্বার অব কমার্স সভাপতি মো. জাহাঙ্গীর কবির, উপজেলা চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু, পৌরমেয়র মো. শাহাদাত হোসেন প্রমুখ।

সর্বশেষ খবর