শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

বিজিএফসিএলের ৩৯২.৭৮ কোটি টাকা মুনাফা

২০১৬-২০১৭ অর্থবছর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) এর ৬২তম বার্ষিক সাধারণ সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৩টায় ব্রাক্ষণবাড়িয়া জেলার বিরাসারস্থ কোম্পানির প্রধান কার্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়। এতে কোম্পানি বোর্ডের চেয়ারম্যান এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব নাজিমউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানির লিমিটেড (বিজিএফসিএল)’র বোর্ড পরিচালক ইশতিয়াক আহমেদ, তৌহিদ হাসনাত খান, ইমাদুদ্দিন, জামিল আহমেদ আলিম, যতেন্দ  নাথ সরকার, বেগম খাদিজা নাজনীন, বিজিএফসিএল’র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী কামরুজ্জামান। বিজিএফসিএল দেশের মোট দৈনিক প্রায় ২৭৪০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের বিপরীতে দৈনিক প্রায় ৮৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন করছে, যা দেশের মোট উৎপাদনের ৩১% এবং রাষ্ট্রীয় গ্যাস উৎপাদন কোম্পানিসমূহের ৭৮%। এ অর্থবছরে দৈনিক গড়ে প্রায় ৮২৫.৫৪৩ মিলিয়ন ঘনফুট হারে মোট ৩.০৫ লক্ষ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন হয়। গ্যাসের উপজাত হিসেবে নিজস্ব কূপ থেকে ২৮৩ লক্ষ লিটার বা ১.৭৮ লাখ ব্যারেল কনডেনসেট উৎপাদিত হয়। এ পর্যন্ত কোম্পানির ৬টি গ্যাস ফিল্ডের উত্তোলনযোগ্য ১২,২৫২,০০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের মধ্যে ৭,৭২৮,৩৯২.৮৯৫ মিলিয়ন ঘনফুট বা ৬৩.০৮% গ্যাস উত্তোলিত হয়েছে। ২০১৬-২০১৭ অর্থবছরে এ কোম্পানি সর্বমোট ৩,৭২৯.২৪ কোটি টাকা রাজস্ব আয় করে এবং মোট ৩৯২.৭৮ কোটি টাকা করপূর্ব মুনাফা অর্জন করে।

সর্বশেষ খবর