রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

‘৭ মার্চের মধ্যে মাগুরাকে ভিক্ষুকমুক্ত ঘোষণা’

মাগুরা প্রতিনিধি

আগামী ৭ মার্চের মধ্যে মাগুরাকে ভিক্ষকমুক্ত করার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসন। মাগুরা সার্কিট হাউসে শুক্রবার রাতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়। জেলার চার উপজেলার ৩৬ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এ সভা হয়।

জেলা প্রশাসক আতিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুণ্ড, পুলিশ সুপার মুনিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার আজিম আহমেদ, পৌরমেয়র খুরশীদ হায়দার টুটুল, সদর উপজেলা চেয়ারম্যান রুস্তুম আলী। সভায় জানানো হয়, জেলায় ১০৭৪ জন ভিক্ষুক আছে। যাদের বেশকজনকে পুনর্বাসিত করা হয়েছে। বাকিদের ৭ মার্চের মধ্যে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

সর্বশেষ খবর