সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

কথা রাখেননি মন্ত্রী!

প্রশ্নফাঁসকারীকে ধরিয়ে দিলে পুরস্কার

মাদারীপুর প্রতিনিধি

প্রশ্নপত্র ফাঁসকারীকে ধরিয়ে দিতে পারলে পাঁচ লাখ টাকা পুরস্কার ঘোষণা দিয়েছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। গত বুধবার সকালে প্রশ্নফাঁসকারী একজনকে ধরিয়ে দেন স্থানীয় এক ব্যক্তি। এর পাঁচ দিন অতিবাহিত হলেও পুরস্কার পাননি লিটন বৈরাগী নামের ওই ব্যক্তি। ঘোষণার পরও কেন এখনো পুরস্কার পাচ্ছেন না এই আলোচনা-সমালোচনা মাদারীপুরের সর্বত্র। কেউ কেউ প্রশ্ন তুলছেন, তাহলে এটাকি শুধুই ফাঁকা বুলি? শিক্ষামন্ত্রী ঘোষিত পুরস্কারের ব্যাপারে জানতে চাইলে মাদারীপুরের জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম বলেন, ‘এই বিষয়ে আমি শিক্ষা সচিব সোহরাব হোসেনের সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন, মাদারীপুরে প্রশ্নফাঁসকারী চক্রের যে ধরা পড়েছে সে শুধু বাহকমাত্র, হোতা নয়। তাই শিক্ষা মন্ত্রণালয় ঘোষিত পাঁচ লাখ টাকা হয়তো পাবেন না, তবে তাকে কিছু পুরস্কার দেওয়া হবে’। জানা যায়, গত বুধবার সকালে ঢাকা থেকে কুয়াকাটাগামী ঈগল পরিবহনের এক যাত্রী মোবাইল ও ল্যাপটপের মাধ্যমে ফেসবুকে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা করলে বিষয়টি টের পান পাশের যাত্রী লিটন বৈরাগী। তিনি বিষয়টি মোবাইল ফোনে মাদারীপুর জেলা প্রশাসককে জানালে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাসটি আটকের নির্দেশ দেন। লিটনের সাহসিকতায় ধরা পড়েন প্রশ্নপত্র ফাঁসচক্রের একজন। আটক যুবকের নাম জোবায়দুর। তিনি ঢাকার উত্তরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। মাদারীপুরের জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জোবায়দুরের কাছে থেকে উদ্ধার হওয়া মোবাইল ও ল্যাপটপ যাচাই করে ঘটনার সত্যতা পাওয়া যায়। তার ল্যাপটপে পাওয়া প্রশ্নের সঙ্গে ওই দিনের (ইংরেজি দ্বিতীয়পত্র) প্রশ্নের হুবহু মিল রয়েছে। তার কাছে প্রশ্নের উত্তরও পাওয়া গেছে। সূত্র আরও জানায়, ওই ঘটনায় মাদারীপুর সদর থানায় মামলা হয়েছে। চক্রের অন্যদের ধরতে পুলিশ কাজ করছে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর