শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

বিশ্ব জাকের মঞ্জিলে চার দিনব্যাপী ওরস শুরু

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের আটরশি বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে আজ থেকে বিশ্ব ওলী  শাহ্সুফী খাজা বাবা ফরিদপুরী (কুঃছেঃ আঃ)-এর পবিত্র বার্ষিক বিশ্ব ওরশ শরীফ ২০১৮ শুরু হচ্ছে। গতকাল বাদ মাগরিব ওরশের আনুষ্ঠানিকতা বিশ্ব ওলীর রওজা মোবারক জিয়ারত শুরু হয়। আজ থেকে পবিত্র কালামে পাক পাঠ, জিকির আজকার, পীরের তরিকত, নছিহত মোতাবেক ধর্মীয় ভাব গাম্ভীরতার মধ্য দিয়ে প্রচার করা হচ্ছে। উল্লেখ্য, খাজাবাবা ফরিদপুরীর আপন মোর্শেদ হযরত শাহ্সুফী খাজা এনায়েতপুরী (কুঃছেঃআঃ) ছাহেবের নির্দেশে বিপথগামী মানুষের হেদায়েতের জন্য ১৩৫৪ বাংলা সনে বিশ্ব ওলী খাজাবাবা ফরিদপুরী বিশ্ব জাকের মঞ্জিলের অজয়পাড়াগাঁয়ে ধর্ম প্রচার শুরু করেন। দীর্ঘ ৭০ বছর পর আজ বিশ্ব জাকের মঞ্জিল বিশ্বের মানচিত্রে স্থান করে নিয়েছে।   

সর্বশেষ খবর