বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা
বাংলাদেশ প্রতিদিনের খবর

বুড়িমারী স্থলবন্দরে তদন্ত টিম

লালমনিরহাট প্রতিনিধি

‘চাঁদাবাজির রাজ্য বুড়িমারী স্থলবন্দর’ শীর্ষক খবর বাংলাদেশ প্রতিদিনে প্রকাশের পর লালমনিরহাটে তোলপাড় শুরু হয়েছে। বুড়িমারী বন্দর কর্তৃপক্ষসহ সব মহলে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। নড়েচড়ে বসে জেলা প্রশাসন। তারা বাংলাদেশ প্রতিদিনের সাহসী, বস্তুনিষ্ঠ ও তথ্যবহুল সংবাদ পরিবেশনের জন্য পত্রিকার সম্পাদক ও সংশ্লিষ্ট প্রতিবেদককে অভিনন্দন জানিয়েছেন। প্রকাশিত রিপোর্টের ভিত্তিতে সোমবার বুড়িমারী স্থলবন্দরে চাঁদাবাজির বিষয়টি তদন্তে আসেন সাত সদস্যের প্রতিনিধিদল। এতে নেতৃত্ব দেন শুল্ক গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার জিয়া উদ্দিন ও কাস্টমসের রংপুর বিভাগীয় কমিশনার আহসানুল হক। টিমটির সদস্যরা বুড়িমারী স্থলবন্দরের কাস্টমস, ইমিগ্রেশন কর্মকর্তা, পোর্ট কর্তৃপক্ষ, ব্যবসায়ী ও সিএন্ডএফ এজেন্টসহ সব কর্মকর্তা-কর্মচারীর কাছে অভিযোগের বিষয়ে জানতে চান। কোনো পক্ষ সদুত্তর দিতে না পারায় সবাইকে কড়া সতর্কবার্তা দেওয়া হয়। অধিকতর তদন্তের জন্য আগামী সাত দিনের মধ্যে উচ্চতর তদন্ত টিম পাঠানো হবে বলেও জানায়।

 

সর্বশেষ খবর