সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

সুনামগঞ্জে ব্রিজ ভেঙে ট্রাক খাদে, নিহত ২

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত আরও চার

প্রতিদিন ডেস্ক

সুনামগঞ্জে ব্রিজ ভেঙে ট্রাক খাদে, নিহত ২

সুনামগঞ্জে ব্রিজ ভেঙে ট্রাক খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। চার জেলায় সড়কে প্রাণ গেছে নৌ-বাহিনীর সদস্য ও শিক্ষার্থীসহ আরও চারজনের। এছাড়া কক্সবাজারে আহত হয়েছেন দুই সংবাদকর্মী। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর—সুনামগঞ্জের ছাতক উপজেলার লক্ষ্মীবাউর মির্জা খালের বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খাদে পড়ে হেলপার ও এক যাত্রী নিহত হয়েছেন। গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকের হেলপার হামিদ মিয়া (৩০) দোয়ারাবাজার উপজেলার মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা। অপরজনের পরিচয় জানা যায়নি। আহত চালককে সিলেট ওসমানী মেডিকেলে পাঠনো হয়েছে। স্থানীয়রা জানান, ট্রাকটিতে দোয়ারাবাজার উপজেলার পানি উন্নয়ন বোর্ডের রাবার ড্যাম নির্মাণের রড ও বিভিন্ন সরঞ্জাম নিয়ে চট্টগ্রাম থেকে আসছিল। ট্রাকটি নোয়ারাই ইউনিয়নের লক্ষ্মীবাউর মির্জা খালের বেইলি ব্রিজে ওঠলে ব্রিজটি ভেঙে খাদে পড়ে যায়। চট্টগ্রাম : নগরীতে কন্টেইনার ট্রেলারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নৌবাহিনীর এক সদস্যের মৃত্যু হয়েছে। নিহত নৌ সদস্যের নাম আরমান সিদ্দিকী (৩৩)। তিনি নৌবাহিনীর লিডিং সিম্যান পদে কর্মরত ছিলেন। গতকাল সকাল ৮টায় পতেঙ্গার ড্রাই ডক সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আরমান সিদ্দিকী নোয়াখালীর সোনাপুর এলাকার আবুবকর সিদ্দিকীর ছেলে। এদিকে গতকাল কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার পথে চকরিয়ায় তেলবাহী গাড়ির সঙ্গে সংঘর্ষে দুই সাংবাদিকসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। তারা হলেন যমুনা টিভির স্টাফ রিপোর্টার জিয়াদ আহমেদ, ক্যামেরাপারসন নাসির উদ্দিন ও গাড়িচালক মিন্টু। গাইবান্ধা : সাদুল্যাপুর উপজেলা সদরের পশ্চিমপাড়া এলাকায় গতকাল দুপুরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় এক স্কুলছাত্রী নিহত ও এক ছাত্র আহত হয়েছেন। নিহত মোরেফা আকতার (৬) উপজেলার তরফবাজিত গ্রামের মোনায়েম হোসেন গাটুর মেয়ে। আহত রাফি মিয়াকে (৭) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দিনাজপুর : বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নে গতকাল মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে আরোহী স্কুলছাত্র আরিফ (১৪) নিহত হয়েছেন। আরিফ উপজেলার উত্তর সুজালপুর আদিবাসীপাড়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে ও শহরের কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। টাঙ্গাইল : টাঙ্গাইল-নাগরপুর সড়কের বেড়াবুচনায় সিএজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। গতকাল দুপুরে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতের নাম শহিদুল ইসলাম (৩৮)।

 

সর্বশেষ খবর