সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

বিরল রোগী আব্বাসের বায়োপসি সম্পন্ন

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের বিরল রোগী আব্বাস শেখের বায়োপসি ঢাকার মালিবাগে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজে অ্যান্ড হসপিটালে সম্পন্ন হয়েছে। তার শারীরিক অবস্থাও উন্নতির দিকে। আব্বাসের চিকিৎসায় নিয়োজিত সার্জিক্যাল টিমের সদস্য সহযোগী অধ্যাপক ডা. একেএম রুহুল আমীন বলেন, ‘শনিবার আব্বাসের বায়োপসি সম্পন্ন করা হয়েছে। বায়োপসি রিপোর্ট পেতে তিন থেকে পাঁচ দিন লাগবে। বায়োপসি ছাড়াও তার কিছু রিপোর্ট হাতে এসেছে। সেগুলো আমরা নিরীক্ষণ করছি। বায়োপসির পল পেলেই আব্বাসের চিকিৎসার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’ এদিকে গ্রামের বাড়িতে আব্বাসের প্রতিবন্ধী বোন শারমিন আক্তার ও প্রতিবন্ধী ফুফু ইসমত আরার চিকিৎসার প্রক্রিয়া শুরু হয়েছে। উল্লেখ্য, গত সোম ও মঙ্গলবার বিরল রোগে আক্রান্ত আব্বাসকে নিয়ে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের সিইও অধ্যাপক ড. এম এ আজিজের নজরে আসে। তিনি মাদারীপুরের রাজৈর উপজেলার ১৩ বছরের কিশোর আব্বাসের চিকিৎসার দায়িত্ব নেওয়ার ইচ্ছা পোষণ করেন। নির্দেশনা পেয়ে হাসপাতালের পক্ষ থেকে আব্বাসের বাবা রাজ্জাক শেখের সঙ্গে যোগাযোগ করা হয়। গত বুধবার বিকালে আব্বাসকে ডা. সিরাজুল ইসলাম মেডিকেলে এনে প্রথমে জরুরি বিভাগ ও পরে সার্জারি বিভাগে ভর্তি করা হয়।

 

সর্বশেষ খবর