সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

১৭৬ কোটি টাকায় হচ্ছে বরীন্দ্র কুঠিবাড়ী রক্ষাবাঁধ

কুষ্টিয়া প্রতিনিধি

১৭৬ কোটি টাকায় হচ্ছে বরীন্দ্র কুঠিবাড়ী রক্ষাবাঁধ

চলছে বাঁধ নির্মাণ কাজ। বাঁধটি নির্মিত হলে রক্ষা পাবে কুঠিবাড়ীসহ আশপাশের জনপদ —বাংলাদেশ প্রতিদিন

অবশেষে পদ্মার ভাঙন থেকে ঝুঁকিমুক্ত হচ্ছে কুষ্টিয়ায় রবীন্দ নাথের স্মৃতিবিজড়িত শিলাইদহ কুঠিবাড়ী। এ ঐতিহ্য রক্ষায় ১৭৬ কোটি টাকা ব্যয়ে চলছে পদ্মা নদীর তীর সংরক্ষণের কাজ। প্রকল্পটি বাস্তবায়ন হলে কুঠিবাড়ী ও আশপাশের দুটি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা ভাঙন থেকে রক্ষা পাবে। স্থানীয়রা জানান, ২০১৫ সাল থেকে ভাঙন শুরু হয় শিলাইদহ কুঠিবাড়ীর অদূরে পদ্মা নদীতে। এতে কুঠিবাড়ী ও আশপাশের এলাকা রক্ষা নিয়ে শঙ্কায় দেখা দেয়। স্থানীয় এমপি আব্দুর রউফের প্রচেষ্টায় কুঠিবাড়ীসহ দুটি ইউনিয়নের বাড়িঘর, সরকারি স্থাপনা, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষায় প্রকল্প গ্রহণ করে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। ২০১৬ সালে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ১৭৬ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে নদী তীর সংরক্ষণের কাজ শুরু হয়। সরেজমিনে দেখা গেছে, এক সঙ্গে পাঁচটি স্পটে কাজ করছেন শ্রমিকরা। আসছে জুনের মধ্যে কাজ শেষ করার তাড়া থাকায় প্রায় ২৪ ঘণ্টা কাজ করতে হচ্ছে তাদের। নদী পাড়ে আব্দুল জলিল জানান, পদ্মা ভাঙতে ভাঙতে তার বাড়ির কাছে চলে এসেছে। বাঁধ নির্মাণ হলে শঙ্কা কেটে যাবে অনেকটা। তবে দ্রুত কাজ শেষ না হলে বর্ষা মৌসুম এসে গেলে বিপত্তি দেখা দিতে পারে। স্থানীয় কয়া ইউপি চেয়ারম্যান জিয়াউল ইসলাম স্বপন জানান, পদ্মার ভয়াবহ ভাঙনে ইতিমধ্যে বিলীন হয়ে গেছে বাড়িঘরসহ বহু প্রতিষ্ঠান। নদী যেভাবে ভাঙছিল তাতে কুঠিবাড়ী ধরধর অবস্থা। প্রকল্প নেওয়া না হলে এ বছর বর্ষায় পরিস্থিতি কি হতো বলা মুশকিল। বাঁধ নির্মাণের ফলে হাফ ছেড়ে বেঁচেছে এলাকার মানুষ। পাউবো সূত্র জানিয়েছে, ২০১৬ সালের সেপ্টেম্বরে শুরু হওয়া এ কাজ শেষ হবে চলতি বছরের জুন মাসে। কুষ্টিয়া পাউবোর নির্বাহী প্রকৌশলী আরিফ উজ্জামান বলেন, ‘আশা করা যাচ্ছে ঠিক সময়েই কাজ শেষ হবে। কাজের মান খুবই ভালো। কোথাও কোনো সমস্যা নেই’।

সর্বশেষ খবর