সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ইউএনওর বদলি আদেশ প্রত্যাহার দাবিতে মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিরুল কায়ছারের বদলির আদেশ বাতিল দাবিতে গতকাল ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে আশুগঞ্জবাসী। এ সময় মহাসড়কের দুই পাশে ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয়। আশুগঞ্জের ৮টি ইউনিয়নের মধ্যে ৭টির চেয়ারম্যানরা মানববন্ধনে অংশ নেন। তারা আগামী আইনশৃঙ্খলা কমিটি সভা বর্জনের ঘোষণার পাশপাশি অবিলম্বে বদলি আদেশ বাতিল করা না হলে কঠোর কমসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন। প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন— রেহেনা মকবুল, সালাহ্ উদ্দিন, শেখ জসিদ উদ্দিন, জাহাঙ্গীর খন্দকার প্রমুখ। জানা যায়, আশুগঞ্জে একটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে যাওয়ায় ২২ ফেব্রুয়ারি ইউএনও আমিরুল কায়ছারকে বান্দরবানের আলী কদম উপজেলায় শাস্তিমূলক বদলি করা হয়।

সর্বশেষ খবর