সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

‘বঙ্গবন্ধুর নৌকায় ভোট না দিলে উন্নয়ন থেমে যাবে’

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী জাফরউল্লাহ বলেছেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন দেশ ও জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এক দিকে উন্নয়নের শক্তি আওয়ামী লীগ, অপরদিকে উন্নয়ন ব্যাহত করার অপশক্তি। উন্নয়নের প্রতীক নৌকা। বঙ্গবন্ধুর নৌকায় ভোট না দিলে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হলে উন্নয়ন থেমে যাবে।’ ভাঙ্গার মানিকদহ ইউনিয়নের পুখুরিয়া গ্রামে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় গতকাল তিনি এ কথা বলেন। গতকাল সকাল থেকে বিকাল পর্যন্ত ভাঙ্গার মানিকদহ ইউনিয়নে ৮টি উঠান বৈঠকে বক্তব্য রাখেন কাজী জাফরউল্লাহ। এ সময় তার সফরসঙ্গী ছিলেন— ফরিদপুর জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাইফুর রহমান মিরন, সদস্য জাকির হোসেন, ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্রামুজ্জামান রাজা, ঘারুয়া ইউপি চেয়ারম্যান সফিউদ্দিন মোল্লা, মানিকদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইমারত মিয়া প্রমুখ।

 

সর্বশেষ খবর