বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

গোপালগঞ্জে বাস পুকুরে, নিহত ৪

বিভিন্ন স্থানে আরও ৫

প্রতিদিন ডেস্ক

গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে চারজন নিহত হয়েছেন। এছাড়া চট্টগ্রাম, বগুড়া, টাঙ্গাইল ও ব্রাহ্মণবাড়িয়ায় সড়কে প্রাণ গেছে আরও পাঁচজনের। এছাড়া নওগাঁয় বাস পুকুরে পড়ে আহত হয়েছেন ৪০ যাত্রী। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর— গোপালগঞ্জ : কাশিয়ানীতে ইটভর্তি পিকআপের সঙ্গে সংঘর্ষের পর বাস পুকুরে পড়ে চারজন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ডের কাছে গতকাল এ দুর্ঘটনা ঘটে।  নিহতরা হলেন— কাশিয়ানী উপজেলার জঙ্গল মুকুন্দপুর গ্রামের রুকু শেখের ছেলে পিকআপ চালক শাজাহান, ভূতপাশা গ্রামের বরকত মিয়ার ছেলে হেলপার সোহাগ, রাতইল গ্রামের নজরুল মোল্লার ছেলে পিকআপের হেলপার নয়ন ও বাগেরহাট মহিলা পরিষদের সভাপতি শিল্পী সমাদ্দার। পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী বলেশ্বর পরিবহনের একটি বাস ঘটনাস্থলে ইটবোঝাই পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসটি রাস্তার পাশে পুকুরে পড়ে যায় ও পিকআপটি গাছের সঙ্গে ধাক্কা খায়। ঘটনাস্থলেই পিকআপচালক, দুই হেলপার এবং হাসপাতালে এক বাসযাত্রী মারা যান। চট্টগ্রাম : মিরসরাই উপজেলার ছোট কমলদহ এলাকায় তেলবাহী গাড়ির সঙ্গে ট্রাকের ধাক্কায় ট্রাকচালক আবুল কাসেম ও সিকিউরিটি গার্ড মো. কাসেম নিহত হয়েছেন। গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। বগুড়া : শেরপুর উপজেলার কলেজরোডে গতকাল ট্রাকচাপায় সোহরাওয়াদ্দী হোসেন খোকা নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলা পৌরশহরের প্রফেসর পাড়ার বাসিন্দা ও শেরপুর ডিগ্রি কলেজের পদার্থ বিজ্ঞানের শিক্ষক ছিলেন। টাঙ্গাইল : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টি ভাতকুড়া এলাকায় গতকাল ট্রাকের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন। অটোযাত্রীর লাশ একই হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া : কসবায় সোমবার রাতে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে দুলাল মিয়া নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। দুলাল কসবা পৌর এলাকার চড়নাল গ্রামের আবদুর রশিদের ছেলে। নওগাঁ : বদলগাছীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ৪০ জন আহত হয়েছেন। আহত আটজনকে সদর হাসপাতাল ও বাকিদের বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কুমিল্লায় পিকনিকের বাস খাদে পড়ে আহত ২৫ : কুমিল্লার চান্দিনায় সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে সোনারগাঁওয়ের পাড়াবো আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পিকনিক বাস। এতে শিক্ষার্থী ও অভিভাবকসহ অন্তত ২৫ জন আহত হয়েছে। তবে ওই পিকনিক বাসে বিদ্যালয়ের কোনো শিক্ষক বা বিদ্যালয় কর্তৃপক্ষ ছিল না। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলাধীন নূরীতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সর্বশেষ খবর