বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ঝড়ের কবলে জেলের মৃত্যু ৩০০ ঘরবাড়ি বিধ্বস্ত

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বারবালা এলাকায় ঝড়ের সময় যমুনা নদীর পাড় ধসে মাটিচাপা পড়ে আব্দুল আলীম নামে এক জেলের মৃত্যু হয়েছে। আলীম সদিয়াচাঁদপুর ইউপির বারবালা গ্রামের পুণ্ডিত আলীর ছেলে। এছাড়া ঝড়ে চরাঞ্চলের তিন শতাধিক কাঁচা ঘরবাড়ি, ২৫টি নৌকা ও অসংখ্য গাছপালা বিধ্বস্ত হয়েছে। স্থানীয় ইউপি সদস্য শাহ আলম জানান, সোমবার রাতে চৌহালী উপজেলার বারবালা, বোয়ালকান্দি ও স্থলচরের উপর দিয়ে প্রবল ঝড় বয়ে যায়। এ সময় নৌকা নিয়ে আব্দুল আলীম ও তার ভাই বরিচান নদী তীরে আশ্রয় নেন। তখন তীর ভেঙে দুই ভাইয়ের উপর পড়লে দুজনই মাটির নীচে চাপা পড়েন। কিছুক্ষণ পর বরিচান বের হতে পারলেও আলীম মারা যান। পরে স্থানীয়রা তার লাশ উদ্ধার করেন। চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনিসুর রহমান জানান, উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করা হবে।

সর্বশেষ খবর