শিরোনাম
বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

মেঘনায় বিলীন সাত বসতবাড়ি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের পালপাড়া ও নৌকাঘাট এলাকায় মেঘনা নদীর ভাঙন অব্যাহত রয়েছে। প্রাতিনিয়ত ভাঙনের শিকার হচ্ছেন নদীতীরের মানুষ। সর্বশেষ গত রবিবার গভীর রাতে ঝড় ও বৃষ্টির সময় বিশাল জায়গাজুড়ে নদীপাড়ের মাটি ধসে পড়ে। এতে নদীগর্ভে চলে যায় সাতটি বসতবাড়ি। এখন ওই এলাকার অনেকে আতঙ্কে দিন পার করছেন। পানিশ্বর ইউপি চেয়ারম্যান জানান, মেঘনার ভাঙনে পালপাড়া এলাকায় দুই দিনে সাতটি ঘরবাড়ি বিলীন হয়ে গেছে। এলাকাবাসী জানান, আমরা চাই গ্রামের পাশে একটি বাঁধ নির্মাণ হোক। ইউএনও বলেন, কিছু প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে কাজ শুরু হবে।’

সর্বশেষ খবর