বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ইভ টিজিংয়ের দায়ে ১২ জনের দণ্ড

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইভ টিজিং করার অভিযোগে ১১ জনকে জরিমানা এবং একজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়া গতকাল এই আদেশ দেন। কারাদণ্ডাদেশ দেওয়া হয় চালক মোবারক হোসেনকে। অর্থদণ্ডপ্রাপ্তরা হল- আল আমিন, আনন, তমাল, পবন, মীম, মেহেদী, আরমান, রাজু হাসান, সোহাগ  সোহেল রানা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতলেবুর রহমান বলেন, গত সোমবার বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বার্ষিক বনভোজনে যায়। পথে ২টি মাইক্রোবাসে বখাটেরা তাদের ফলো করে এবং ফেরার পথে শিক্ষার্থীদের ইভ টিজিং করে। একপর্যায়ে খেলনা পিস্তল উচিয়ে সবাইকে আতংকিত করে। পরে পুলিশের সহযোগিতায় মাইক্রোবাস ২টি আটক করা হয়।

সর্বশেষ খবর