বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

অভিমানে বাড়িছাড়া কিশোরীকে পাওয়া গেল পতিতালয়ে

ফরিদপুর প্রতিনিধি

দেড় মাস আগে বাবা-মায়ের সঙ্গে অভিমান করে বাড়ি ছেড়েছিলেন নওগাঁর মান্দা থানার ১৯ বছরের এক কিশোরী। তাকে চাকরি দেওয়ার কথা বলে রাজবাড়ীর দৌলতদিয়া পতিতাপল্লীতে বিক্রি করে দেয় এক দালাল। দেড় মাস পর র‌্যাব-৮ অভিযান চালিয়ে পতিতাপল্লী থেকে উদ্ধার করে সেই কিশোরীকে। গতকাল তাকে বাবা-মায়ের কাছে তুলে দেয়। ফরিদপুর র‌্যাব-৮ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিন জানান, দেড় মাস আগে নওগাঁর মান্দার ওই কিশোরী বাড়ি থেকে রাগ করে রাজশাহী চলে যায়। সেখানে বাসস্ট্যান্ড এলাকায় অপরিচিত এক ব্যক্তি কিশোরীকে চাকরি দেওয়ার কথা বলে দৌলতদিয়া পতিতাপল্লীতে এক লাখ ২০ হাজার টাকায় বিক্রি করে দেয়। এরপর কিশোরীটিকে দেহ ব্যবসায় বাধ্য করা হয়। এদিকে কিশোরীর বাবা মান্দা থানায় নিখোঁজ ডায়েরি করেন।

সর্বশেষ খবর