শিরোনাম
সোমবার, ৫ মার্চ, ২০১৮ ০০:০০ টা

২৩১ আসামির বিরুদ্ধে চার্জ গঠন

চার পুলিশ হত্যা মামলা

গাইবান্ধা প্রতিনিধি

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়কে কেন্দ্র করে জামায়াত-শিবিরের তাণ্ডব ও সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গায় চার পুলিশ হত্যা মামলার চার্জ গঠন করা হয়েছে। গাইবান্ধা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আলী আহম্মেদের আদালতে গতকাল এই চার্জ গঠন করা হয়। আদালতের সরকারি কৌঁসুলী (পিপি) অ্যাডভোকেট শফিকুল ইসলাম শফিক জানান, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবদুল আজিজ ওরফে ঘোড়ামারা আজিজকে এক নম্বর আসামি করে ২৩১ জনের নামে চার্জ গঠন করা হয়েছে। এ সময় আদালতে ২২৫ আসামি উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ২২৩ জন জামিনে আছেন। জেলহাজতে রয়েছেন দুজন। এখনো পলাতক আছেন ছয় আসামি। তিনি বলেন, ‘এখন সাক্ষ্যগ্রহণ শুরু হবে’। প্রসঙ্গত, দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায়কে কেন্দ্র করে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি সুন্দরগঞ্জের বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্র ও রেলওয়ে স্টেশনে হামলা করে জামায়াত-শিবির কর্মীরা। এ সময় তারা চার পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করে। এ ছাড়া সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ, ঘরবাড়িসহ বিভিন্ন অবকাঠামো ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় সুন্দরগঞ্জ থানার তৎকালীন এসআই আবু হানিফ বাদী হয়ে যুদ্ধাপরাধী আবদুল আজিজ ওরফে ঘোড়ামারা আজিজসহ ৯৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও দুই হাজার ৫০০ ব্যক্তিকে আসামি করে মামলা করেন। পরে এই মামলায় আবদুল আজিজসহ ২৩১ জনের বিরুদ্ধে ২০১৪ সালের ১৪ সেপ্টেম্বর আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।

সর্বশেষ খবর