শিরোনাম
সোমবার, ৫ মার্চ, ২০১৮ ০০:০০ টা

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মিলনমেলা

শেরপুর প্রতিনিধি

‘বৈচিত্র্য-বহুত্বের ঐকতানে, এসো মিলি প্রাণের উৎসবে’—এ স্লোগানে শেরপুরে অনুষ্ঠিত হয়েছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মিলনমেলা। ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশ কেন্দ্র সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় মাঠে শনিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত মিলেনমেলায় গারো, কোচ, বর্মন, হাজং, রাজবংশীসহ নানা জাতিগোষ্ঠীর তিন শতাধিক নারী-পুরুষ অংশ নেন। সীমান্তবর্তী পাহাড়ি জনপদে বসবাসকারী আদিবাসী ক্ষুদ্র জাতিসত্তার জনগোষ্ঠীর নানাভাবে জমিজমা হারানো, জীবন-জীবিকা ওপর নানা হুমকি, নিজস্ব ঐতিহ্য রক্ষায় সংকটের পরিপ্রেক্ষিতে প্রশাসনের সঙ্গে যোগসূত্র স্থাপনের উদ্দেশে নাগরিক সংগঠন ‘জনউদ্যোগ’ শেরপুর কমিটি মিলনমেলার আয়োজন করে। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন এবং জেলা প্রশাসক আহমেদ কবীর। দুই জেলা প্রশাসকের কাছে আদিবাসী নেতারা তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন এবং কিছু সুপারিশ বাস্তবায়নের দাবি জানান।

সর্বশেষ খবর