শিরোনাম
সোমবার, ৫ মার্চ, ২০১৮ ০০:০০ টা

আওয়ামী লীগ নেতার কাণ্ড

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় ঠিকাদারি কাজের জন্য কার্যাদেশ দ্রুত প্রদান না করায় ক্ষুব্ধ হয়ে ঠিকাদার আবদুল মান্নান আকন্দ পৌর মেয়রের রুমের দরজা ভেঙে চেয়ারে বসলেন। দরজা ভাঙা ও মেয়র না থাকার সুযোগে মেয়রের চেয়ারে বসার খবর পেয়ে পৌর কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে চেয়ার থেকে ওঠার জন্য বললেও তিনি রীতিমতো ২৫ মিনিট মেয়রের চেয়ারে বসে চা পানের পর পৌর ভবন ত্যাগ করেন। বগুড়া পৌরভবনে গতকাল সকালে এ ঘটনা ঘটে। পৌরসভার সহকারী প্রকৌশলী আবু জাফর রেজা জানান, ঘটনার সময় মেয়র অ্যাড. একেএম মাহবুবর রহমান ঢাকায় ছিলেন। বগুড়া পৌরসভার প্রকৌশল বিভাগ জানিয়েছে, সম্প্রতি পৌরসভার বিভিন্ন এলাকায় রাস্তা মেরামতের জন্য টেন্ডার করা হয়। সেখানে মাছুমা এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ১১টি প্রকল্পের কাজের জন্য নির্বাচিত হয়। পৌর কর্তৃপক্ষ কার্যাদেশ প্রদান ও চুক্তি স্বাক্ষর না করে অর্থের জন্য অপেক্ষা করতে থাকে। অপেক্ষার নামে কালক্ষেপণের অভিযোগ করে ঠিকাদার এই ঘটনা ঘটিয়েছে। ঠিকাদার আবদুল মান্নান আকন্দ জানান, পৌর মেয়র ও কর্মকর্তারা আমার সঙ্গে অন্যায় করেছে। চেয়ারে বসা হয়নি। রুমের গেট জোরে ধাক্কা দিয়েছি মাত্র।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর