শিরোনাম
সোমবার, ৫ মার্চ, ২০১৮ ০০:০০ টা

সুন্দরবনে যৌথবাহিনীর অভিযানে ১৩ জেলে আট নৌযান উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি

সুন্দরবনে যৌথবাহিনীর অভিযানে ১৩ জেলে আট নৌযান উদ্ধার

যৌথ অভিযানে দস্যুদের জিম্মিদশা থেকে উদ্ধার জেলেরা —বাংলাদেশ প্রতিদিন

বাগেরহাটের পূর্ব সুন্দরবনে শনিবার দুপুর থেকে শুরু হওয়া বনরক্ষী ও কোস্টগার্ডের যৌথ অভিযানে বনদস্যুদের হাত থেকে অপহৃত ১৩ জেলে উদ্ধার হয়েছে। এ সময়ে তিনটি ফিশিং ট্রলারসহ আটটি নৌযান উদ্ধার হয়। এরই সঙ্গে যৌথ বাহিনীর অভিযান ওইদিন রাত ৮টায় সমাপ্ত ঘোষণা করা হয়েছে। উদ্ধার জেলেরা হলেন— হাসান, কামাল, রকিবুল, আবুল হোসেন, সোলায়মান, বাদল, নুরুজ্জামান, জাফর শেখ, গাউস শেখ, গফ্ফার হাওলাদার, নাজমুল হক, আবুল বাশার ও মনিরুল হক। এদের বাড়ি খুলনার দাকোপ, সাতক্ষীরার কয়রা, বরগুনার পাথরঘাটা ও বাগেরহাটের ফরিকহাট উপজেলার বিভিন্ন গ্রামে। কটকা অভয়ারণ্য কেন্দ্রের ওসি আবুল কালাম সরকার জানান, উদ্ধার জেলেদের তার অফিসে রাখা হয়েছে। বন বিভাগের নিয়মিত টহল আরও জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ খবর