শিরোনাম
সোমবার, ৫ মার্চ, ২০১৮ ০০:০০ টা

১০৯ নাম্বারে ফোন বাল্যবিয়ে থেকে রক্ষা স্কুলছাত্রীর

নাটোর প্রতিনিধি

বাল্যবিয়ে থেকে রক্ষা পেল গুরুদাসপুরে উপজেলার দাদুয়া গ্রামের তানিয়া খাতুন (১৬) নামে সদ্যসমাপ্ত এক এসএসসি পরীক্ষার্থী। ছাত্রীর বিয়ের খবর শুনে এলাকার এক সচেতন নাগরিক মহিলা বিষয়ক অধিদফতরের জাতীয় হেল্প লাইন ১০৯ নাম্বারে ফোন করেন। পরে গুরুদাসপুর ইউএনও মনির হোসেন মহিলা বিষয়ক অধিদফতরের নির্দেশে বিয়ে বন্ধ করে দেন। গতকাল বড়াইগ্রাম উপজেলার ভরট গ্রামের সেলিম হোসেনের ছেলে নাজমুল হোসেন সজিবের সঙ্গে তানিয়ার বিয়ের কথা ছিল। ইউএনও জানান, উপজেলার দাদুয়া গ্রামের আবু তালেবের মেয়ে ও ধারাবারিষা উচ্চ বিদ্যালয় থেকে সদ্যসমাপ্ত এসএসসি পরীক্ষার্থী তানিয়া বিয়ের খবর মহিলা বিষয়ক অধিদফতরের জাতীয় হেল্প লাইন থেকে শুনার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়ে বিয়ে বন্ধ করা হয়। এ সময় মেয়ের চাচা আব্দুল করিম ও ছাত্রী তানিয়াকে উপজেলা কার্যালয়ে ডেকে বাল্যবিবাহ না দেওয়ার শর্তে মুচলেকা নেওয়া হয়।

সর্বশেষ খবর