শিরোনাম
সোমবার, ৫ মার্চ, ২০১৮ ০০:০০ টা

দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৫০

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের ভৈরবে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশত লোক আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। আহতদের ভৈরব স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। গতকাল দুপুরে প্রায় তিন ঘণ্টা চলে এ সংঘর্ষ। পুলিশ ও এলাকাবাসী জানান, শনিবার রাতে ভৈরব পৌর শহরের দক্ষিণ কালিপুর এলাকায় বাউল গানের আসর হয়। সেখানে চেয়ারে বসাকে কেন্দ্র করে কালিপুরের যুবকদের সঙ্গে পলতাকান্দা গ্রামের যুবকদের হাতাহাতি হয়। রবিবার বেলা ১১টার দিকে কালিপুর গ্রামের মুছা মিয়া নামে এক ব্যক্তি পলতাকান্দা ব্রিজের কাছে গেলে তাকে মারধর করে ওই এলাকার যুবকরা। খবর পেয়ে কালিপুর গ্রামের কয়েকশ লোক দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় পলতাকান্দা গ্রামে। এ সময় উভয় পক্ষে সংঘষ বাধে।

 

সর্বশেষ খবর