শিরোনাম
সোমবার, ৫ মার্চ, ২০১৮ ০০:০০ টা

এক পলক

চার বোমাসহ আটক ৩

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে চারটি বোমাসহ তিনজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাত ৯টায় উপজেলার হাকিমপুর গ্রামের একটি বাঁশবাগান থেকে তাদের আটক করা হয়। তারা হলো— চুয়াডাঙ্গা সদর উপজেলার ইকরামুল হক, আলমডাঙ্গার ইমাদুল হক ও ভোলার মামুন হোসেন। ডিবির এসআই আশরাফুল ইসলাম জানান, রাতে আলমডাঙ্গার হাকিমপুর গ্রামের বাঁশবাগানে একদল দুর্বৃত্ত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে ডিবি পুলিশ সেখানে অভিযান চালায়।  —চুয়াডাঙ্গা প্রতিনিধি

চার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন

বগুড়ার ধুনট পৌর এলাকায় অগ্নিকাণ্ডে ৪ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শনিবার দিবাগত রাতে ধুনট হাসপাতাল মোড়ে এ ঘটনা ঘটে। এতে প্রায় ২০ লাখ ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

ব্যবসায়ীরা জানায়, রাত ৪টায় হাসপাতাল মোড়ের পল্লব স্টোর, বিদ্যুৎ স্টোর, সুমন স্টোর ও মনিকা ফার্মেসিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা। দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে।

—নিজস্ব প্রতিবেদক, বগুড়া

প্রস্তুতি সভা

নোয়াখালীতে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস এবং ১৭ মার্চ শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিবস উদ্যাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মাহাবুব আলম তালুকদারের সভাপতিত্বে বক্তৃতা করেন- এ কে এম জহিরুল ইসলাম,  মিয়া শাহজাহান, কাজী মুহম্মদ রফিক উল্লাহ, মেজবাহ উল হক মিঠু, আকবর হোসেন সোহাগ প্রমুখ। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদু রউফ মণ্ডল।—নোয়াখালী প্রতিনিধি

৯ নারী-পুরুষের কারাদণ্ড

গাজীপুরের শালবনে বন্ধু আবাসিক হোটেলে শনিবার রাতে অভিযান চালিয়ে ৯ নারী-পুরুষকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত আটকদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়ে কারাগারে পাঠায়। এ সময় হোটেলটি তালাবদ্ধ করে দেওয়া হয়। অসামাজিক কর্মকাণ্ডের অপরাধে এ সাজা দেওয়া হয়েছে বলে জানা গেছে। —গাজীপুর প্রতিনিধি

সংঘর্ষে নিহত ১

কুড়িগ্রাম শহরে জমির মালিকানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আমজাদ হোসেন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আজিজুল ও মাসুদ রানা নামে আরও দুজন আহত হয়েছেন। রবিবার পুরনো সাব-রেজিস্ট্রার অফিসপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সদর থানার ওসি জানান, সংঘর্ষের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।—কুড়িগ্রাম প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর