শিরোনাম
সোমবার, ৫ মার্চ, ২০১৮ ০০:০০ টা

‘পানি পান করে’ পোশাক শ্রমিকের মৃত্যু, অসুস্থ ২০

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে বাসার সরবরাহ লাইনের ‘পানি পান করে’ গার্মেন্টসের এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়েছেন আরও ২০ জন। গতকাল এ ঘটনা ঘটে। মারা যাওয়া শ্রমিকের নাম সীমা (২০)। তার বাড়ি গাইবান্ধার পলাশবাড়ি থানার ঘোড়াঘাট গ্রামে। কালিয়াকৈর থানার ওসি রফিকুল ইসলাম ও স্থানীয়রা জানান, চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় সাত তলা একটি ভবনের একাধিক লোক ওই বাড়ির সরবরাহ লাইনের পানি পান করে কয়েকদিন ধরে অসুস্থ হতে থাকেন। শনিবার রাতে ও রবিবার সকালের খাওয়ার পরও তারা ওই লাইনের পানি পান করেন। এর কিছু সময় পর একের পর এক অসুস্থ হয়ে পড়েন। তাদের বমি ভাব, মাথা ঘোরানো ও পেট ব্যথাসহ নানা উপসর্গ দেখা দেয়। এ ছাড়া অনেকের খিচুনিও হয়। স্থানীয়রা অসুস্থ ২২ জনকে বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। এদের মধ্যে সকালে সীমার মৃত্যু হয়। অসুস্থ অন্যরা আশঙ্কামুক্ত রয়েছেন।

ধারণা করা হচ্ছে, সরবরাহ লাইনের পানি দূষিত ছিল।

সর্বশেষ খবর