বুধবার, ৭ মার্চ, ২০১৮ ০০:০০ টা

কুষ্টিয়ায় টেম্পোকে বাসের ধাক্কা, চারজনের প্রাণহানি

রায়পুরায় ট্রাক-অটো সংঘর্ষে নিহত ২

প্রতিদিন ডেস্ক

কুষ্টিয়ায় টেম্পোকে বাস ধাক্কা দিলে চারজনের মৃত্যু হয়। নরসিংদীর রায়পুরায় ট্রাক-অটো সংঘর্ষে নিহত হন দুজন। গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় প্রাণ হারান যুবক। দিনাজপুরে কোচের চাকায় পৃষ্ট হয়েছেন বৃদ্ধা। প্রতিনিধিদের খবরে বিস্তারিত— কুষ্টিয়ায় বাসের সামনের টায়ার ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা তিন চাকার টেম্পোকে ধাক্কা দিলে নারীসহ চারজনের মৃত্যু হয়। আহত হন কমপক্ষে পাঁচজন। নিহতরা হলেন— সদর উপজেলার বিষ্ণুদিয়া গ্রামের প্রবাসী কলম আলীর স্ত্রী আজিরন নেসা, ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার মোনায়েম হোসেন ও একউ উপজেলার বারুইপাড়া গ্রামের মনোহর বিশ্বাস। বাকি নিহত এক নারীর পরিচয় মেলেনি। এছাড়া আহত পাঁচজনের মধ্যে মা-মেয়ের দুজনের অবস্থা গুরুতর। তাদের ঢাকায় পাঠানো হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে সদর উপজেলার আব্দালপুর ইউনিয়নের লক্ষীপুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। নরসিংদীর রায়পুরায় ট্রাক ও সিএনজিচালিত অটো সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। গতকাল সকাল ৮টার দিকে রায়পুরা উপজেলার আমিরগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকে কেন্দ্র করে আরশিনগর সিএনজি শ্রমিক ও নিহতদের স্বজনদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে আহত হন ১০ জন আর ২০টি গাড়ি, ১৫টি বাড়িঘর ভাঙচুর ও ৫টি দোকান ঘরে আগুন দেওয়া হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সকাল ৮টার দিকে নরসিংদী আরশিনগর সিএনজি স্টেশন থেকে রায়পুরাগামী একটি সিএনজি আমিরগঞ্জ ব্রিজে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ বাধে। এ সময় ঘটনাস্থলেই স্কুল শিক্ষিকা ফাতেমা জোহরা মুক্তা (৩২) নামের একজনের মৃত্যু হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় সিএনজিতে থাকা চারজনকে নরসিংদী সদর হাসপাতালে পাঠায়। সেখান থেকে দুজনকে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। গাইবান্ধা : গাইবান্ধা সদর উপজেলায় একটি মালবাহী ট্রাকের ধাক্কায় ইজিবাইকে (ব্যাটারিচালিত অটোরিকশা) থাকা রাফিউল ইসলাম (২২) নামে এক যাত্রী মারা গেছেন। গত সোমবার (৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার গাইবান্ধা-নাকাইহাট সড়কের হরিনসিংহা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফিউল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের জলের মোড় এলাকার ফকু মিয়ার ছেলে। দিনাজপুর : দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের বীরগঞ্জে নাইট কোচের চাকায় পিষ্ট হয়ে সোলায়মান (৭০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের চাউলিয়া গ্রামের বাসিন্দা।

সর্বশেষ খবর