বুধবার, ৭ মার্চ, ২০১৮ ০০:০০ টা

টাঙ্গাইলের মেয়র দ্বৈত নাগরিক, লোকের জন্য তার মমতা নেই

------------------ মুরাদ সিদ্দিকী

টাঙ্গাইল প্রতিনিধি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মুরাদ সিদ্দিকী বলেছেন, পৌর মেয়র জামিলুর রহমান মিরণ দ্বৈত নাগরিক বলেই লোকের জন্য তার কোনো মমতা নেই। তিনি বলেন, মিরণ ইতালির নাগরিক হয়ে ইতালির টাঙ্গাইল সমিতির আহ্বায়ক হয়েছেন। মুরাদ সিদ্দিকী গত সোমবার রাতে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নাগরিক কমিটি আয়োজিত জনসমাবেশে বক্তৃতা করছিলেন। আবদুস সবুর খান বীরবিক্রমের সভাপতিত্বে ও আসাদুজ্জামান মনি আরজুর সঞ্চালনায় জনসমাবেশে আরও বক্তৃতা করেন, ফজলুল হক বীরপ্রতীক,  নীহার সিদ্দিকী, আসাদুজ্জামান সবুর, মাহমুদ মামুন খান, নোওশাদ আহমেদ নবীন, প্রশান্ত পাল চৌধুরী, আবদুর রৌফ রিপন, জাহাঙ্গীর আলম প্রমুখ। মুরাদ সিদ্দিকী বলেন, তাকে আওয়ামী লীগার হতে হয় না, তিনি পারিবারিকভাবেই আওয়ামী লীগার। তিনি বলেন, প্রেসিডিয়াম সদস্য ড. আবদুর রাজ্জাক, জেলা আওয়ামী লীগ সভাপতি ফজলুর রহমান খান ফারুক, সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের, যুগ্ম-সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি যখন আমাকে আওয়ামী লীগার হিসেবে স্বীকার করেন তখন পুঁচকে হাইব্রিডদের কথায় কি আসে যায়! তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে মধ্যম আয়ের দেশে উন্নীত হলেও টাঙ্গাইল পৌরসভা ব্যতিক্রম। পৌরসভার রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, ড্রেনেজ ব্যবস্থা, যানজট ইত্যাদির অবস্থা অত্যন্ত শোচনীয়।

সর্বশেষ খবর