বুধবার, ৭ মার্চ, ২০১৮ ০০:০০ টা

এক পলক

নৌকায় ভোট চাইলেন সিরাজ মোল্লা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আবারও নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন নরসিংদী-৩ আসনের সাংসদ সিরাজুল ইসলাম মোল্লা। সম্প্রতি শিবপুরের দক্ষিণ কামালপুর গ্রামের আশার আলো যুব সংঘের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই আহবান জানান। তিনি এলাকাবাসীকে সব ধরনের সহযোগিতারও আশ্বাস দেন। —নরসিংদী প্রতিনিধি

ইজিবাইক ছিনতাই

গাজীপুরের শ্রীপুরে পুলিশ পরিচয়ে দুটি ইজিবাইক ছিনতাই হয়েছে। রবিবার রাতে উপজেলার নারায়ণপুর-বামনগাঁও রোডে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার চালকরা হলেন- জয় নারায়ণপুর গ্রামের বকুল ও সেলিম সরকার। —শ্রীপুর  প্রতিনিধি

হাজতির মৃত্যু

গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ আব্দুল মান্নান নামে এক হাজতির মৃত্যু হয়েছে। জেলার তরিকুল ইসলাম বলেন, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

—গাজীপুর প্রতিনিধি

জাটকা জব্দ

ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া জিরো পয়েন্ট থেকে সোমবার রাতে ৭০ মণ জাটকা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জরিমানা করা হয়। —ঝালকাঠি প্রতিনিধি

মাদক সেবনের দায়ে কারাদণ্ড

নাটোরের বড়াইগ্রামে হেরোইন সেবনের দায়ে গতকাল দুলাল নামে এক যুবককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এই আদেশ দেন। —নাটোর প্রতিনিধি

দেয়াল চাপায় শিশুর মৃত্যু

রংপুরের বদরগঞ্জে মাটির দেয়াল চাপা পড়ে তরিকুল ইসলাম (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার কালুপাড়া ইউপির কুমারপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। তরিকুল ওই এলাকার সেকেন্দার আলীর ছেলে।

—বদরগঞ্জ প্রতিনিধি

প্রতিবন্ধী তরুণী ধর্ষণের শিকার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মানসিক প্রতিবন্ধী তরুণী ধর্ষণের শিকার হয়েছে। তার চিৎকারে লোকজন এগিয়ে এলে লম্পট গিয়ানউদ্দিন ওরফে গেসু নামে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করে। সোমবার রাতে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। —রূপগঞ্জ প্রতিনিধি

অর্ধগলিত শিশুর লাশ উদ্ধার

টঙ্গী বাজার এলাকায় তুরাগ ব্রীজের নিচে ময়লার স্তূপ থেকে মঙ্গলবার দুপুরে নবজাতকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। এ ব্যপারে থানার ওসি কামাল হোসেন থানায়  অপমৃত্যুর মামলার বিষয়টি নিশ্চিত করেন। —টঙ্গী প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর