শনিবার, ১০ মার্চ, ২০১৮ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রসহ নিহত ৩

পিকনিকের বাস উল্টে আহত ৫০

প্রতিদিন ডেস্ক

লক্ষ্মীপুরের কমলনগর, গাইবান্ধার সুন্দরগঞ্জ ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে সদক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। পটুয়াখালীর কুয়াকাটায় পিকনিকে বাস উল্টে আহত হয়েছেন গোপালগঞ্জ বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী। এছাড়া রাঙামাটিতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে জখম হয়েছেন আটজন। প্রতিনিধিদের খবর—

কমলনগর : লক্ষ্মীপুরের কমলনগরে সড়ক দুর্ঘটনায় যিয়ান (১২) নামে এক স্কুলছাত্রের মুত্যু হয়েছে। উপজেলার হাজিরহাট বাজার এলাকায় গতকাল এ দুর্ঘটনায় ঘটে। যিয়ান চর জাঙ্গালিয়া গ্রামের ইসমাইল হোসেন বিফ্লবের ছেলে ও হাজিরহাট মিল্লাত একাডেমীর ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। গাইবান্ধা : সুন্দরগঞ্জ উপজেলার রামদেব গ্রামের খুঁজিয়ার মোড়ে গতকাল সকালে ট্রাকের ধাক্কায় মোফাজ্জল হোসেন (৩৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। মোফাজ্জল হোসেন উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাতগিরি গ্রামের আবদুস সামাদের ছেলে। রূপগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় সানাউল্লাহ (৬৫) নামে মানসিক প্রতিবন্ধী নিহত হয়েছেন। উপজেলার কাঞ্চন টোলপ্লাজা এলাকায় গতকাল এ দুর্ঘটনা ঘটে। সানাউল্লাহর বাড়ি কাঞ্চন কেন্দুয়া খালপাড় এলাকায়। কলাপাড়া : পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটায় পিকনিকে যাওয়ার পথে বাস উল্টে গোপালগঞ্জ বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। কুয়াকাটা-আমতলী মহাসড়কের বানরা নামক স্থানে এ গতকাল দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১৭ জনকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাঙামাটি : কাপ্তাই উপজেলার শিলছড়ি এলাকায় গতকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আটজন আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর