শনিবার, ১০ মার্চ, ২০১৮ ০০:০০ টা

সেতু দেবে জনদুর্ভোগ

মাদারগঞ্জ প্রতিনিধি

সেতু দেবে জনদুর্ভোগ

জামালপুরের মাদারগঞ্জে দেবে যাওয়া সেতু —বাংলাদেশ প্রতিদিন

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের দিঘপাড়া গ্রামে একটি সেতু দেবে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছে ১০ গ্রামের মানুষ। কর্তৃপক্ষ সেতুটি পুন:নির্মাণের উদ্যোগ না নেওয়ায় এলাকাবাসী নিজ উদ্যোগে অ্যাপ্রোসের দুই পাশে বাঁশের সাঁকো তৈরি করেছে। জানা যায়, সেতুটি ১৯৯৬ সালে এলজিডির অর্থায়নে নির্মিত। ২০১১ সালের বন্যায় সেতুটির এক অংশ দেবে যায়। এতে ১০ গ্রামের মানুষ অত্যন্ত ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে।  শনিবার সরেজমিনে ঘুরে দেখা যায়, দিঘপাড়া-বালিজুড়ী সদর কাঁচা সড়কটির সাবেক মেম্বার আব্দুস ছালামের বাড়ির পাশে ৪০ ফিট দৈর্ঘ সেতুটি এক অংশ দেবে গেছে। দুই পাশে বাঁশের সাঁকো। গ্রামবাসীর মধ্যে মুক্তিযোদ্ধা আবুল কাশেম টুলু, কৃষক লোকমানসহ কয়েকজন বলেন, এই সেতুর কারণে তারা ছেলে-মেয়েদের বিয়ে করাতে বা দিতে পারছেন না। কোমলমতি শিশুসহ এলাকাবাসী বাঁশের সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কয়েক বার সেতুটি পরিদর্শন করেছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর