শনিবার, ১০ মার্চ, ২০১৮ ০০:০০ টা

ছয় ভুয়া পরীক্ষার্থী আটক

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে সরকারি কর্মচারীর বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষায় ছয় ভুয়া পরীক্ষার্থী আটক হয়েছে। বিভিন্ন কেন্দ  থেকে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে দেড় মাস করে কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া মোবাইল ফোন বহনের দায়ে তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলো- ফয়সাল, ফারদিন হাসান, আনোয়ার হোসেন, আব্দুল কাদির, শরীফুল ইসলাম ও শফিকুল ইসলাম।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল বলেন, শুক্রবার জেলা প্রশাসনের অধীনে ২০তম গ্রেডের অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, পরিচ্ছন্ন কর্মী, পরিচ্ছন্ন কর্মী (ফরাস) ও মালি পদে নিয়োগ পরীক্ষা ছিল। ৬৬টি পদে ৬ হাজার ৪৯৭ জন পরীক্ষার্থী অংশ নেন। এরমধ্যে ছয়জন ভুয়া পরীক্ষার্থীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেড় মাস করে কারাদণ্ড দেওয়া হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর