শনিবার, ১০ মার্চ, ২০১৮ ০০:০০ টা
চাকরি দেবে বলে অর্থ আদায়

আটক দুই কনস্টেবলের নামে মামলা, হাজতে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পাইয়ে দেওয়ার কথা বলে অর্থ হাতিয়ে নেওয়ার সময় নগদ চার লাখ টাকা ও পাঁচ লাখ টাকার চেকসহ আটক তিনজনের নামে মামলা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক জহিরুল ইসলাম বৃহস্পতিবার রাতে মামলাটি করেন। আসামিরা হলেন— জেলা পুলিশ হাসপাতালের দুই ওয়ার্ডবয় কনস্টেবল আবু হানিফ বেপারী, সাইদুর রহমান খান ও হানিফের ফুফাত ভাই দালাল সেকান্দার হাওলাদার। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে গতকাল তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার জেলা পুলিশ হাসপাতাল থেকে তাদের আটক করেছিল গোয়েন্দা পুলিশ।

পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, গত ৬ ফেব্রুয়ারি বরিশাল জেলায় কনস্টেবল পদে নিয়োগপরীক্ষা অনুষ্ঠিত হয়। গ্রেফতার হওয়া তিনজনের বিরুদ্ধে চাকরি দেওয়ার নিশ্চয়তার নামে ঘুষ গ্রহণের সুনির্দিষ্ট অভিযোগ থাকায় ঊর্ধ্বতন মহলের সিদ্ধান্ত অনুযায়ী তাদের গ্রেফতার করা হয়েছে।

সর্বশেষ খবর