শনিবার, ১০ মার্চ, ২০১৮ ০০:০০ টা

‘মা-ই পারে জাতিকে শিক্ষিত করে গড়ে তুলতে’

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা পরিষদ মাঠে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান এমপি মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। মন্ত্রী মানসম্মত শিক্ষার মাধ্যমে জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলার আহ্বান জানান। সমাবেশে উপস্থিত মায়েদের উদ্দেশে তিনি আরও বলেন, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে মায়েদের এগিয়ে আসতে হবে। একজন মা-ই পারে একটি জাতিকে শিক্ষিত করে গড়ে তুলতে।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন— লে.কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি। জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকারের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার মোসা. তাছলিমা আলী, উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম শিমুল, পৌর মেয়র অ্যাডভোকেট আতিকুর রহমান মিয়া, রবিউল আলম শিকদার প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ৭৩টি বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন মন্ত্রী। সমাবেশে প্রায় ১০ হাজারেরও বেশি অভিভাবক অংশগ্রহণ করেন।

সর্বশেষ খবর