শনিবার, ১০ মার্চ, ২০১৮ ০০:০০ টা

এক পলক

ঐতিহাসিক ১৯ মার্চকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

১৯৭১ সালের ১৯ মার্চ পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে তৎকালীন জয়দেবপুরে প্রথম সশস্ত্র প্রতিরোধের দিনটিকে এবং প্রতিরোধে অংশ নেওয়াদের রাষ্ট্রীয় ও মুক্তিযোদ্ধার স্বীকৃতি চেয়েছে। গাজীপুর মহানগরের চতর এলাকায় শুক্রবার অনুষ্ঠিত এক সভায় ১৯৭১ সালের ১৯ মার্চ পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র সম্মুখ প্রতিরোধ যুদ্ধে অংশ নেওয়া যোদ্ধারা এ দাবি জানান। সভায় সভাপতিত্ব করেন মো. অলিউল্লাহ হাওলাদার। বক্তৃতা করেন সিরাজ উদ্দিন ভূঁইয়া, মোসলেম উদ্দিন প্রমুখ। —গাজীপুর প্রতিনিধি

চাইথুই মারমা অপহরণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

চাইথুই মারমা নামে এক ব্যক্তিকে অপহরণসহ ইউপিডিএফের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। খাগড়াছড়ি য়ংড বৌদ্ধবিহার থেকে গতকাল সকালে সচেতন পার্বত্যবাসীর ব্যানারে মিছিল বের হয়। কয়েক হাজার নারী-পুরুষের অংশগ্রহণে মিছিলটি শহর প্রদক্ষিণ করে শাপলা চত্বরে সমাবেশে মিলিত হয়। বক্তৃতা করেন রাজ্য মণি চাকমা, লোকমান হোসেন, মোশারফ হোসেন। বক্তারা বলেন, ‘খুন, গুম, অপহরণ, চাঁদাবাজিসহ ইউপিডিএফের সন্ত্রাসী কর্মকাণ্ডে সবাই অতিষ্ঠ। তারা পাহাড়ে ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়।

—খাগড়াছড়ি প্রতিনিধি

বিদ্যুৎস্পৃষ্টে নিহত

সাতক্ষীরার কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রউফ গাজী নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার রতনপুর ইউনিয়নের বরুইমহল গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রউফ ওই গ্রামের কালু গাজীর ছেলে।  —সাতক্ষীরা প্রতিনিধি

কৃষকের বসতবাড়িতে আগুন

পূর্ব শত্রুতার জেরে মাদারীপুরের কালকিনিতে সোবেদার সরদার নামের এক কৃষকের বসতবাড়িতে রাতের আঁধারে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ২ লক্ষাধিক টাকার মালামালের ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী সোবেদার সরদার বলেন, কে বা কারা রাতের আঁধারে আমার বাড়িতে অগ্নিসংযোগ ঘটিয়েছে বলতে পারব না। তবে শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে। —মাদারীপুর প্রতিনিধি

কমিটি গঠন

শিক্ষার প্রসার দারিদ্র্য থেকে মুক্তি ও সমাজের উন্নয়ন— এই শ্লোগানকে ধারণ করে গতকাল বিকালে টঙ্গীর মুদাফা এলাকায় মা শান্তি নিবাস এসোসিয়েশনের নতুন কমটি গঠন কর হয়েছে। প্রতিষ্ঠাতা অ্যাড. আবুল কালাম আজাদকে সভাপতি, মাহিদুল ইসলাম মাহিকে সাধারণ সম্পাদক, ফাইজুল ইসলাম সাংগঠনিক সম্পাদক, আকাশ মিয়া প্রচার সম্পাদক, জসিম উদ্দিন দপ্তর সম্পাদক, মুনিয়া আক্তারকে অর্থসম্পাদক করে ১০১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। গতকাল দুই বছরমেয়াদী এ কমিটির ঘোষণা দেওয়া হয়। —টঙ্গী প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর