শনিবার, ১০ মার্চ, ২০১৮ ০০:০০ টা

নীলফামারীতে রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের অধিবেশন শুরু

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের অধিবেশন শুরু

সম্মেলনে রবীন্দ্রসংগীত পরিবেশন করছেন জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের কেন্দ্রীয় এবং স্থানীয় শিল্পীরা —বাংলাদেশ প্রতিদিন

প্রগতিশীল মানুষ ও বিজ্ঞানমনস্ক লেখক ড. জাফর ইকবালের ওপর ধর্মান্ধ অপশক্তি হামলা চালিয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর। গতকাল সন্ধ্যায় নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের ৩৭তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ শুধু সংগীত, নৃত্য কিংবা আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। মানুষের মাঝে চেতনা তৈরি, সচেতন করা, অসাম্প্রদায়িক, জঙ্গিবাদ ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে সহায়ক হবে কারণ সংস্কৃতির মাধ্যমে অসাম্প্রদায়িকতা প্রতিষ্ঠা করা সম্ভব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সভাপতি ড. সানজিদা খাতুন। বরেণ্য আবৃত্তিকার ভাস্কর বন্দ্যোপাধ্যায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক বুলবুল ইসলাম। উদযাপন আয়োজন উপকমিটির সদস্য সচিব ড. মজিবুল হাসান চৌধুরী শাহিন শুভেচ্ছা বক্তব্য রাখেন। রবীন্দ্রসংগীত এবং নৃত্য পরিবেশন করেন পরিষদের কেন্দ্রীয় এবং স্থানীয় শিল্পীরা। তিন দিনের অধিবেশনের সমাপ্তি ঘটবে রবিবার সন্ধ্যায়। এ আয়োজনে সারা দেশ থেকে অন্তত ৭০০ সংস্কৃতিকর্মী অংশগ্রহণ করছেন।

সর্বশেষ খবর