রবিবার, ১১ মার্চ, ২০১৮ ০০:০০ টা

অর্থনৈতিক উন্নয়নের আরেক সম্ভাবনা

মধ্যপাড়া পাথর খনি

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনি থেকে পাথর উত্তোলনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে অর্থনৈতিক উন্নয়নে আরেক সম্ভাবনা হাতছানি দিচ্ছে। এখন এই খনি নিয়ে আশার আলো দেখছেন পাথর খনি কর্তৃপক্ষ ও দিনাজপুরবাসী। গত ফেব্রুয়ারি মাসে প্রতিদিন তিন শিফটে অপারেশন কার্যক্রম পরিচালনা করে মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্পে পাথর উৎপাদনের নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। পাথর উত্তোলন বাড়ার পাশাপাশি ব্যাপক চাহিদা থাকায় বিক্রিও বেড়ে গেছে। মধ্যপাড়া পাথরের গুণগত মান ভাল হওয়ায় সরকারি-বেসরকারি অবকাঠামো নির্মাণ কাজে এর চাহিদা রয়েছে। জানা যায়, মধ্যপাড়ার পাথরের দাম আর্ন্তজাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে কয়েক দফা বৃদ্ধি করা হলেও এর চাহিদা কমেনি বরং প্রতিনিয়ত বাড়ছে। ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানীয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) গত ফেব্রুয়ারিতে (সাপ্তাহিক ও সরকারি ছুটি ছাড়া) প্রতিদিন তিন শিফটে ২৩ দিনে পাথর উত্তোলন করেছে প্রায় ৯০ হাজার মেট্রিক টন। যার গড় উৎপাদন দিনে প্রায় চার হাজার মেট্রিক টন। এতে ওই মাসে জিটিসির বিদেশি খনি বিশেষজ্ঞদের পাথর উত্তোলনের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ ছিল তা ছাড়িয়ে যায়। পাশাপাশি পুরোদমে চলছে খনির উন্নয়নসহ নতুন নতুন স্টোপ নির্মাণ কাজ। পাথর খনি সূত্রে জানা যায়, জিটিসি তিন শিফটে পাথর উত্তোলনের পর থেকে উৎপাদন বৃদ্ধি পাচ্ছে।

সর্বশেষ খবর