রবিবার, ১১ মার্চ, ২০১৮ ০০:০০ টা

চাঁপাইয়ে বোমা হামলা নওগাঁয় সংঘর্ষে নিহত ২

চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বোমা হামলায় আইয়ুব আলী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো পাঁচজন। শনিবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আইয়ুব বাগডাঙ্গা গ্রামের নৈমুদ্দীনের ছেলে ও বাবু মাস্টার গ্রুপের সমর্থক ছিলেন। আহতদের মধ্যে আরিফ নামে একজনকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়েছে। আহত অন্যদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আলম ও বাবু মাস্টার গ্রুপের মধ্যে শুক্রবার রাতে পাল্টাপাল্টি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। গতকাল সকালে আইয়ুব আলীসহ কয়েকজন স্থানীয় মাদ্রাসা হাটে গেলে তাদের লক্ষ্য করে বোমা হামলা করে প্রতিপক্ষের লোকজন। এতে গুরুতর আহত হন আইয়ুব। পুলিশ তাকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠালে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এদিকে নওগাঁর আত্রাইয়ে ইসলামী জলসাকে কেন্দ্র করে দুই পক্ষের মাঝে সংঘর্ষে একজন নিহত ও ৭জন আহত হয়েছে। এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার নওদাপাড়া গ্রামে নওদাপাড়া হামিদিয়া নূরানী হাফেজিয়া মহিলা মাদ্রাসা নামে একটি মাদ্রাসা রয়েছে। এ মাদ্রাসার নতুন ও পুরনো কমিটির মাঝে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে বেশ কিছুদিন থকে। গত শুক্রবার ওই মাদ্রাসায় ইসলামী জালসা অনুষ্ঠানের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে নতুন কমিটি। পুরনো কমিটির কিছু লোক এর বিরোধিতা করে সেখানকার ডেকোরেশনের আসবাবপত্র ভাঙচুর শুরু করে। এ সময় জালসার পক্ষের লোকজন বাধা দিতে গেলে দুই পক্ষের মাঝে সংঘর্ষ হয়। আহত শাহিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুরে মারা যায়।

সর্বশেষ খবর