রবিবার, ১১ মার্চ, ২০১৮ ০০:০০ টা

ভুল ইনজেকশনে প্রাণ গেল শিশুর

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার মনোহরগঞ্জে ভুল চিকিৎসায় সাত মাসের শিশু ফাইজা আক্তার তাবাস্সুমের মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে উপজেলার লক্ষণপুর বাজারে মনোরমা ফার্মেসিতে মৃত্যুর ঘটনাটি ঘটে। নিহত শিশু ফাইজা আক্তার উপজেলার লক্ষণপুর ইউনিয়নের মড়হ ভাটকোর গ্রামের ফারুকের মেয়ে। শিশুর স্বজনদের অভিযোগ সূত্রে জানা যায়, শিশু ফাইজা ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে পড়লে বৃহস্পতিবার লক্ষণপুর বাজারে মনোরমা ফার্মেসিতে চিকিৎসার জন্য আনা হয়। ফার্মেসির পরিচালক পল্লী চিকিৎসক সন্তোষ চন্দ্র শীলের ছেলে সঞ্জয় কুমার শীল শিশুটিকে চিকিৎসা দেয়। চিকিৎসক সঞ্জয় কুমার শীল ভুলবশত শিশুর শরীরের জন্য ক্ষতিকর একটি ইনজেকশন পুশ করে এবং আরও ৪টি ইনজেকশন পুশ করার পরামর্শ দেয়। শুক্রবার সকালে আরেকটি ইনজেকশন দেওয়া হয় শিশু ফাইজাকে। এরপর থেকেই অসুস্থতা বাড়তে থাকে তার। শিশুর অবস্থা সঙ্কটাপন্ন দেখে সন্তোষ চন্দ্র শীল ও তার ছেলে সঞ্জয় কুমার শীলের সঙ্গে যোগাযোগ করলে বাকি ৩টি ইনজেকশন সরিয়ে ফেলার জন্য এবং পুনরায় শিশুটিকে নিয়ে আসার জন্য বলে তারা। পরে উন্নত চিকিৎসার জন্য লাকসাম নিয়ে যাওয়ার সময় পথে মারা যায় শিশু ফাইজা আক্তার তাবাস্সুম।

মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহজাহান সরকার বলেন, ভুল চিকিৎসায় সাত মাসের শিশুর মৃত্যুর বিষয়টি আমি শুনেছি। তবে এ ব্যাপারে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে ফার্মেসিতে রোগীর চিকিৎসার অপরাধের জন্য তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর