রবিবার, ১১ মার্চ, ২০১৮ ০০:০০ টা

পিরোজপুরে ১৫ বসতঘর ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

প্রতিদিন ডেস্ক

পিরোজপুর শহরের কলেজ রোড এলাকায় শনিবার ভোরে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে ১৫টি স্থাপনা সম্পূর্ণ পুড়ে গেছে। এর মধ্যে ৮টি বসতঘর ও ৭টি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা বলে দাবি করছে ক্ষতিগ্রস্তরা।

পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের স্টেশন অফিসার মো. আব্দুল হক জানান, বৈদ্যুতিক শট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে পেট্রলের দোকান থাকায় আগুনের ভয়াবহতা বৃদ্ধি পায় ও নিয়ন্ত্রণে  বেগ পেতে হয়েছে। ফুলবাড়ীতে গোডাউন : দিনাজপুর প্রতিনিধি জানান ফুলবাড়ীতে অগ্নিকাণ্ডে গোডাউনে থাকা চাল, ধান ও ধানের গুঁড়া এবং মেশিনারিজসহ বিভিন্ন সরঞ্জাম আগুনে পুড়ে গেছে। শুক্রবার রাতে ফুলবাড়ীর রেলগেট বাজারের ব্যবসায়ী মকলেছার রহমানের হাসকিং মিল ও চালের গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিদ্যুতের শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে মিল মালিক ও ফায়ার সার্ভিস স্টেশন কর্তৃপক্ষ জানান। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আগুনে পুড়ে গেছে দুটি দোকান। গত শুক্রবার গভীর রাতে পৌর এলাকার বড় বাজারের অগ্নিকাণ্ডের এ ঘটনায় ৬ থেকে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের দল ঘণ্টা দেড়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সর্বশেষ খবর