রবিবার, ১১ মার্চ, ২০১৮ ০০:০০ টা

আবর্জনায় মরে যাচ্ছে গাছ

কুমিল্লা প্রতিনিধি

আবর্জনায় মরে যাচ্ছে গাছ

মহাসড়কের পাশে মরে যাওয়া গাছ —বাংলাদেশ প্রতিদিন

কুমিল্লার লাকসামে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশে আবর্জনা ফেলা হচ্ছে। প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে লাকসামের ভাটিয়াভিটা ও ছিলোনিয়া এলাকায় ময়লা ফেলায় শত শত গাছ মরে গেছে। তীব্র দুর্গন্ধের কারণে পথচারীসহ এলাকাবাসী দুর্ভোগে পড়েছেন। সূত্রমতে, দেশের প্রথম শ্রেণির পৌরসভা কুমিল্লার লাকসাম। লাকসাম পৌর এলাকায় প্রবেশের সময় আবর্জনার দুর্গন্ধ নাকে লাগে। স্বাগত জানানোর সাইনবোর্ডের নিচ থেকে আবর্জনা ফেলা হয়েছে। মহাসড়কের পাশে আবর্জনা ফেলা নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। সরেজমিন গিয়ে দেখা যায়, কোথাও রাস্তার পাশে ময়লা ফেলে খাল ভরাট করা হচ্ছে, কোথাও আবার রাস্তার উপরেই ময়লা ফেলা হচ্ছে। এই এলাকা দিয়ে যানবাহন যোগে যাতায়াতেও নাকে তীব্র দুর্গন্ধ লাগে। ময়লা ফেলে প্রায় সময় তা পোড়াতে আগুন লাগানোর কারণে মরে গেছে সড়ক ও জনপদ বিভাগের শত শত গাছ। সড়ক ও জনপদ অধিদফতর কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হায়দার বলেন, মহাসড়ক জাতীয় সম্পদ। এর সৌন্দর্য রক্ষায় সবার লক্ষ্য রাখা প্রয়োজন। মহাসড়কের পাশে ময়লা না ফেলতে বাজার কমিটি ও পৌরসভাকে চিঠি দেওয়া হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর