রবিবার, ১১ মার্চ, ২০১৮ ০০:০০ টা

ভবন ধসে ৭ শিক্ষার্থী আহত

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের সদরপুরে একটি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন ধসে স্কুলের ৭ শিক্ষার্থী আহত হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ফরিদপুর ও ভাঙ্গা ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে অংশ নেয়। স্থানীয়রা জানান, সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের ৯৯ নম্বর লোহারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত ভবন গতকাল বেলা দেড়টার দিকে পুরোপুরি ধসে পড়ে। স্কুলের টিফিন চলাকালীন সময়ে বেশকিছু শিক্ষার্থী ধসে পড়া ভবনটিতে বসে ছিল। ভবন ধসে পড়ার সময় কয়েকজন শিক্ষার্থী বেরিয়ে আসতে পারলেও ভবনটির নিচে চাপা পড়ে পঞ্চম শ্রেণির দুই শিক্ষার্থী। এ সময় স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভবন ধসের পর স্থানীয় এলাকাবাসী ও শিক্ষকরা শিক্ষার্থীদের উদ্ধারকাজে অংশ নেন। পরে ফরিদপুর ও ভাঙ্গা থেকে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ড্রিল মেশিন দিয়ে ছাদ কেটে মারাত্মক আহতাবস্থায় শহিদুল ফকির শাহেদ (১১) ও উজ্জ্বল বেপারী (১১) নামের পঞ্চম শ্রেণির দুই শিক্ষার্থীকে উদ্ধার করে। আহত দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং আহত শহিদুল ফকিরের অবস্থা আশঙ্কাজনক। ভবন ধসের খবর পেয়ে সেখানে ছুটে যান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ, সদরপুরের ইউএনও পূরবী গোলদারসহ প্রশাসনের কর্তাব্যক্তিরা। লোহারটেক স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহিনুল ইসলাম জানান, ধসে পড়া ভবনটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর