রবিবার, ১১ মার্চ, ২০১৮ ০০:০০ টা
কাবিখার চাল জব্দ

গুদাম কর্মকর্তা ও ইউপি সদস্যের নামে মামলা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে কাবিখা প্রকল্পের ৯০ মেট্রিক টন চাল জব্দ এবং খাদ্যগুদাম কর্মকর্তা ও দুই ইউপি সদস্যকে আটকের ঘটনায় মামলা হয়েছে। র‌্যাব বাদী হয়ে চারজনের বিরুদ্ধে সদর থানায় মামলাটি করেন। আসামিরা হলেন— শিবগঞ্জ খাদ্যগুদামের কর্মকর্তা গোলাম রাব্বানী, রানীহাটি ইউপির সংরক্ষিত ওয়ার্ডের মেম্বার বিথী রানী, ইউপি সদস্য আমিনুল ইসলাম ও নবাব অটো রাইস মিলের মালিক আকবর হোসেন। গ্রেফতার বিথী রানী ও আমিনুল ইসলামের দাবি, এই ঘটনার সঙ্গে তারা জড়িত নন। জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে র‌্যাবের একটি দল চাঁপাইনবাবগঞ্জ শহরের মেসার্স নবাব অটো রাইস মিলের গুদামে অভিযান চালায়। এ সময় কাবিখা প্রকল্পের ৯০ মেট্রিক টন চাল জব্দসহ তিনজনকে গ্রেফতার করা হয়। অভিযান চলাকালে মিলমালিক না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। গুদামটি সিলগালা করে রাখা হয়েছে।

সর্বশেষ খবর