রবিবার, ১১ মার্চ, ২০১৮ ০০:০০ টা

জিয়াকে খুনি বললে শফিউল্লাহকে বলতে হবে খুনির বাপ

—কাদের সিদ্দিকী

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

কৃষক শ্রমিক জনতালীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম বলেছেন, ‘মুক্তিযোদ্ধা হিসেবে যদি জিয়াউর রহমানের বদনাম হয় তাহলে সেটা হবে মুক্তিযুদ্ধকে বদনাম করা।’ বঙ্গবীর বলেন, ‘জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত থাকতে পারে কিন্তু মুক্তিযোদ্ধা হিসেবে তিনি ছিলেন শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা। ২৫ মার্চ মধ্যরাত পর্যন্ত জিয়াউর রহমান পাকিস্তানের পক্ষে ছিল, তাই বলে বাঙালির ওপর গুলি চালায়নি। বঙ্গবন্ধুকে যখন খুন করা হয় তখন শফিউল্লাহ সেনাপ্রধান ছিলেন। জিয়াউর রহমানকে খুনি বললে শফিউল্লাহকে খুনির বাপ বলতে হবে।’

সখীপুরের নলুয়া বাছেদ খান উচ্চ বিদ্যালয়মাঠে গতকাল যাদবপুর ইউনিয়ন কৃষক শ্রমিক জনতালীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। কাদের সিদ্দিকী বলেন, ‘হাসিনা বলে খালেদা চোর আবার খালেদা বলে হাসিনা চোর। তাহলে আমরা কি চোরের দেশে বাস করি?’ হাসানুল হক ইনুর সমালোচনা করে বলেন, ‘ইনু যত মানুষ মেরেছে মুক্তিযুদ্ধে পাকিস্তানিরাও তত মানুষ মারে নাই।’ জহির উদ্দিনের সভাপতিত্বে এ সময় আরও বক্তৃতা করেন— হাবিবুর রহমান তালুকদার বীরপ্রতিক, ইকবাল সিদ্দিকী, অ্যাড. রফিকুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ খবর