রবিবার, ১১ মার্চ, ২০১৮ ০০:০০ টা

ফরিদপুরে ১০ মার্চ পতাকা উত্তোলন দিবস পালন

ফরিদপুর প্রতিনিধি

মহান মুক্তিযুদ্ধের ১০ মার্চ ফরিদপুরে স্বাধীন বাংলার প্রতাকা উত্তোলন করা হয়। এই দিনটি স্মরণ করে গতকাল পতাকা উত্তোলন, নিরবতা পালন ও আলোচনা সভার আয়োজন করা হয়। বেলা সাড়ে ১১টায় শহরের অম্বিকা ময়দানে এসব অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। 

অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ আবু জাফরসহ মুক্তিযোদ্ধারা। পরে শহীদদের আত্মার শান্তি কামনায় ১ মিনিট নিরবতা পালন করা হয়। অম্বিকা হলে পতাকা উদযাপন কমিটির আহ্বায়ক নাজমুল হাসান নসরুর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন জেলা পরিষদের চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা লোকমান হোসেন মৃধা, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল ফয়েজ শাহনেওয়াজ, মুক্তিযোদ্ধা মোকাররম হোসেন, এমএম শাহরিয়ার রুমি প্রমুখ। এসব অনুষ্ঠানে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড শাখার নেতৃবৃন্দ ছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর