রবিবার, ১১ মার্চ, ২০১৮ ০০:০০ টা

‘গ্রামীণ কর্মশক্তির ২০ শতাংশ প্রাণিসম্পদ খাতের সঙ্গে জড়িত’

ময়মনসিংহ প্রতিনিধি

দেশে গ্রামীণ কর্মশক্তির ২০ শতাংশ প্রাণিসম্পদ খাতের সঙ্গে জড়িত। ৪৪ শতাংশ আমিষ পাওয়া যাচ্ছে এ খাত থেকে। পুষ্টি, খাদ্য নিরাপত্তার দিক থেকেও খাতটি গুরুত্বপূর্ণ। কিন্তু চাহিদার সঙ্গে কুলিয়ে উঠতে পারছে না বিভিন্ন সংক্রামক রোগের কারণে। ব্রুসেলোসিস বাংলাদেশে প্রাণিসম্পদ শিল্পে প্রতি বছর প্রায় ৬০ মিলিয়ন টাকা আর্থিক ক্ষতি সাধন করছে।

গতকাল সকালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের মেডিসিন বিভাগের ব্যবস্থাপনায় কৃষি গবেষণা ফাউন্ডেশনের অর্থায়নে ‘মানুষ ও গবাদি পশুর ব্রুসেলোসিস : মলিকুলার ডায়াগনোসিস, চিকিৎসা ও প্রতিকার’ শীর্ষক এক কর্মশালায় এসব কথা বলেন বিজ্ঞানীরা। প্রফেসর ড. এম. আরিফুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড. মো. জসিমউদ্দিন খান। বক্তব্য রাখেন প্রফেসর ড. প্রিয় মোহন দাস, প্রফেসর ড. মো. মকবুল হোসেন। প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. মো. সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য রাখেন ড. এম কাজী কমর উদ্দিন এবং ডা. মো. আফতাব হোসেন।

সর্বশেষ খবর